মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ আরটিভির সাংবাদিক চৌধুরী ভাস্কর হোমকে গ্রেফতার করেছে। রবিবার রাত ১১টার দিকে মাদক সেবন অবস্থায় তার বাড়ির গোপন কক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের এ অভিযানে তার বিরুদ্ধে থাকা একাধিক অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।
জানা যায়, ভাস্কর হোম একটি মামলার এজহারভুক্ত আসামী, এবং তার বাসায় পুলিশের অভিযান চলাকালীন সময় মাদক সেবনরত অবস্থায় তাকে ধরা হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, ভাস্কর হোমকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, ২০২০ সালের শ্রীমঙ্গল প্রেসক্লাবের দুইটি ঘটনার পর শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি এম ইদ্রিছ আলী আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কিছু নেতার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় ভাস্কর হোমসহ ৫৬ জনের নাম রয়েছে। অভিযোগে বলা হয়, ওই সময় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন, পরিবেশ নষ্ট এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তাকে এবং তার সহকর্মী সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়।
এম ইদ্রিছ আলী অভিযোগ করেন যে, শ্রীমঙ্গল প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদের হয়রানি করা হয়েছে। এমনকি তাকে দেশ ছাড়তেও বাধ্য করা হয়েছে। তিনি জানান, ২০২০ সালে তিনি পিপিই বিতরণ কর্মসূচি পরিচালনা করার পর আ’লীগের পক্ষ থেকে তার বিরুদ্ধে মিথ্যাচার শুরু হয় এবং তাকে সামাজিকভাবে হেয় করা হয়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, "ভাস্কর হোমের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তা তদন্তাধীন। আটককৃত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে।"
এ ঘটনার পর শ্রীমঙ্গল অঞ্চলের সাংবাদিক মহলে অস্থিরতা দেখা দিয়েছে, এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।