নওগাঁর আত্রাইয়ে শিক্ষার মান উন্নয়ন, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে মা সমাবেশ এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে আত্রাই উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন। মা সমাবেশে মায়েদের উদ্দেশ্যে তিনি তাদের সন্তানদের বাল্যবিয়ে না দেয়ার আহ্বান জানান এবং সন্তানদের ধর্মীয় মূল্যবোধে প্রতিষ্ঠিত সৎ চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও বলেন, "মায়েরা সন্তানের স্কুল যাতায়াত, পড়াশোনা এবং মাদকের প্রতি আসক্তি রোধে নজর রাখবেন।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন, পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার। সঞ্চালনার দায়িত্ব পালন করেন শিক্ষক তপন কুমার সরকার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সিনিয়র শিক্ষক প্রনব কুমার ঘোষ, রুহুল আমীন, সাংবাদিক নাজমুল হক নাহিদ এবং অর্জুন কুমার প্রামানিক।
উদ্বোধনী পর্ব শেষে ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন। এসময় ব্র্যাক ওয়াশ কর্মসূচির নওগাঁ জেলার সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি, উপজেলা টেকনিক্যাল অফিসার মাহবুবুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার সুজিত কুমার মন্ডল, মাহবুবা তালুকদার এবং সুইটি সরকার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্র্যাক ওয়াশ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত পানি, স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।