সরাইলে নবাগত ইউএনও'র সঙ্গে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ১৭ই নভেম্বর ২০২৪ ০৮:০২ অপরাহ্ন
সরাইলে নবাগত ইউএনও'র সঙ্গে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংবাদকর্মীদের সংগঠন সরাইল রিপোর্টার্স ইউনিটির সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন মতবিনিময় সভা করেছেন। রবিবার (১৭ নভেম্বর) উপজেলা পরিষদ কমপ্লেক্সে ইউএনও'র কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেন। 


এসময়, সরাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল হুদা, সহ-সভাপতি মো. রাকিবুর রহমান, সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুজ্জামান লস্কর অপু, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম ইফরান ও সদস্য শিফাত ইসলাম উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় নবাগত ইউএনও মো. মোশারফ হোসাইন বলেন, "সরাইল উপজেলাকে নিরাপদ এবং দাঙ্গামুক্ত গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।" তিনি আরও বলেন, "মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ সামাজিক বিভিন্ন সমস্যা মোকাবিলায় তিনি কাজ করতে চান এবং এ ক্ষেত্রে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।"


সভায় ইউএনও আরও জানান, তিনি স্থানীয় সংবাদকর্মীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী এবং তাঁদের মাধ্যমে উপজেলা উন্নয়ন কার্যক্রমের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। তিনি সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন, যাতে উপজেলায় উন্নতি এবং শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়।


মতবিনিময় সভায় সাংবাদিকরা নবাগত ইউএনও'কে তাদের সহযোগিতা এবং অবাধ তথ্যপ্রবাহের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা করার প্রতিশ্রুতি দেন।