হিজলায় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: রবিবার ১৭ই নভেম্বর ২০২৪ ০৭:০৩ অপরাহ্ন
হিজলায় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশালের হিজলা উপজেলায় প্রথমবারের মতো হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর, রবিবার বিকেলে উপজেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার কাউরিয়া বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে আয়োজিত অনুষ্ঠানে ২২টি হাফিজিয়া ও কওমিয়া মাদরাসার ১৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।  


প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৬ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক এবং থানা অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ।  


কাসেমুল উলুম ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা সালাহউদ্দিন খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এছাড়া, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক হাফেজ কারী মো. ফয়জুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, সদস্য সচিব মো. দুলাল সরদার, বিভিন্ন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  


এ অনুষ্ঠানটি হিজলা উপজেলায় ধর্মীয় শিক্ষা ও কুরআনের প্রতি আগ্রহ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বক্তারা আশা প্রকাশ করেন, আগামীতে এই ধরনের প্রতিযোগিতা আরও বড় পরিসরে আয়োজন করা হবে, যাতে নতুন প্রজন্মের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা ও সম্মান বাড়ে।