জয়পুরহাটের পাঁচবিবিতে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে মাওলানা ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার বীরনগর এলাকার মাওলানা ভাসানী এতিম শিক্ষা কেন্দ্র ও আলেমা খাতুন ভাসানী মুসাফির খানায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো. মনোয়ার চৌধুরী মেরিন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি, শ্রমিক নেতা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “মাওলানা ভাসানী ছিলেন শোষণ, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে এক আপসহীন নেতা। তার জীবন, আদর্শ ও সংগ্রাম আমাদের জন্য চিরকাল প্রেরণার উৎস।”
এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু তালেব চৌধুরী বাবু, সমিরণ নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সাঈদ ইবনে আলী, ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ছায়েম উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক মো. লাবু সরদার এবং ভাষা স্বপ্ন বাস্তবায়ন পরিষদের সদস্য মো. স্বদেশ চৌধুরী।
অনুষ্ঠানের শেষে মাওলানা মো. রাকিবুল ইসলাম এর নেতৃত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় জনগণ, শ্রমিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এদিনটি মাওলানা ভাসানীর অবদান ও সংগ্রামকে স্মরণ করার একটি বিশেষ দিন হিসেবে পালিত হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।