সড়ক দুর্ঘটনায় ইসলামি বক্তা সাইফুল্লাহ গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: রবিবার ১৭ই নভেম্বর ২০২৪ ০৩:১৩ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় ইসলামি বক্তা সাইফুল্লাহ গুরুতর আহত

টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রখ্যাত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সাইফুল্লাহ ও তার পরিবারের সদস্যরা আহত হন। দুর্ঘটনার পর আহতদের প্রথমে টাঙ্গাইলের একটি হাসপাতালে ভর্তি করা হয়, এরপর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।  


সাইফুল্লাহর বাবা, নওগাঁ জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মুহাদ্দিস আ.ন.ম আকরাম হোসাইন রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, "যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে ট্রাকটি পেছন থেকে আমাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের ও পেছনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। সাইফুল্লাহ গুরুতর আহত হন এবং তার বুকে, চোখে ও পিঠে আঘাত রয়েছে।" 


আব্দুল হাই সাইফুল্লাহ বর্তমানে ঢাকার পল্লবী এলাকায় মসজিদুল জুম’আ কমপ্লেক্সের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বেসরকারি টেলিকম কোম্পানি ইবিএস-এর রিলিজিয়াস ডিরেক্টরও। সাইফুল্লাহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল-হাদিস বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং ফ্যাকাল্টি ফার্স্ট হয়ে রাষ্ট্রপতি গোল্ড মেডেল অর্জন করেন।  


এ দুর্ঘটনায় তার দ্রুত সুস্থতা কামনা করছেন তার ভক্ত-শিক্ষার্থীরা।