সিলেটের আলোচিত শিশু মুনতাহা হত্যার এক আসামী কুতুবজান বিবি (৯০) মারা গেছেন। তিনি মুনতাহার হত্যার প্রধান অভিযুক্ত সাবেক গৃহশিক্ষিকা মার্জিয়ার নানী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে সিলেটের কানাইঘাট সদর ইউনিয়নের নিজ ছাউরা গ্রামে তার বাবার বাড়িতে মৃত্যুবরণ করেন।
মুনতাহার হত্যাকাণ্ডের ঘটনার পর কুতুবজান বিবি ও তার পরিবারের অন্যান্য সদস্যদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে। এরপর তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদের জিম্মায় দেওয়া হয়। তিনি চলাফেরা করতে অক্ষম হওয়ায়, তার দেখাশোনার দায়িত্ব তার ভাইয়ের ওপর ছিল।
ঘটনার পর, কুতুবজান বিবির বাসভবনটি ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙে ফেলেছিল। বাদ আছর কুতুবজান বিবির জানাজা অনুষ্ঠিত হয়।
মুনতাহা হত্যাকাণ্ডটি সিলেটের অন্যতম আলোচিত ও হৃদয়বিদারক ঘটনা হিসেবে দাঁড়িয়ে আছে। তবে, কুতুবজান বিবির মৃত্যু ঘটনার তদন্তে কোনো নতুন দিক যুক্ত হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।