উলিপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান উপলক্ষে সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক
আসলাম উদ্দিন আহম্মেদ, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই নভেম্বর ২০২৪ ০৪:৫৪ অপরাহ্ন
উলিপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান উপলক্ষে সমন্বয় সভা

কুড়িগ্রামের উলিপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রমের ২য় পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’’ স্লোগানে বুধবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সভাটি অনুষ্ঠিত হয়।  


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার, সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, মহিলা ও শিশু বিষয় কর্মকর্তা সখিনা আক্তার, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএফএম শাহরিয়ার।  


সভায় জানানো হয়, বাংলাদেশ সরকার জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু করেছে। অক্টোবরের প্রথম সপ্তাহে ১ম ধাপে ১৪ হাজার ১’শ ৬৮ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। ২য় পর্যায়ে, ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।  


এ সময় বক্তারা, কিশোরীদের মধ্যে জরায়ুমুখ ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ দেশব্যাপী ক্যান্সারের হার কমিয়ে দিবে।