নাটোরের লালপুরে বিএনপির প্রয়াত নেতা আব্দুর রশিদের ১ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
আব্দুর রশিদ ছিলেন লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ গ্রামের খলিল সরদারের ছেলে। তিনি ঢাকা আদাবর থানা যুবদলের নেতা ও ৩০ নম্বর ওয়ার্ডের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. ইয়াসির আরশাদ রাজন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ফিরোজ উদ্দিন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আব্দুর রশিদ ও সাবেক মন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ঢাকায় হরতালের সমর্থনে মিছিল শেষে ফেরার পথে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত হন আব্দুর রশিদ। তাকে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ছাদ থেকে ফেলে হত্যা করা হয়, যা দেশব্যাপী প্রতিবাদের জন্ম দেয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।