ঝালকাঠিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: মঙ্গলবার ১২ই নভেম্বর ২০২৪ ০৫:৫৮ অপরাহ্ন
ঝালকাঠিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠির নলছিটিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলাকালে তিন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মোল্লারহাট ইউনিয়নের বারানি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।


অভিযানে, একটি বেকারিকে ৫ হাজার, একটি মুরগীর ওষুধের দোকানকে ৮ হাজার এবং একটি তৈল দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসব দোকান মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই জরিমানা আরোপ করা হয়।


এ সময় নলছিট থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। সাফিয়া সুলতানা জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির কারণে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পরিচালিত একটি গুরুত্বপূর্ণ অভিযান, যার উদ্দেশ্য বাজারে ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং অবৈধ ব্যবসার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা।