টেকনাফে কোটি টাকার মাদক উদ্ধার, মহিলা আটক

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: সোমবার ১১ই নভেম্বর ২০২৪ ১১:১৬ পূর্বাহ্ন
টেকনাফে কোটি টাকার মাদক উদ্ধার, মহিলা আটক

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২ কেজি ১ শত ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৪ হাজার ৭শ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক নারী মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।


১১ নভেম্বর রাতে, বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন ২-এর সদস্যরা হ্নীলা চৌধুরীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের একটি চালান শনাক্ত করে। টহলদল ওই এলাকায় অবস্থান নিলে, সন্দেহভাজন একজন ব্যক্তি নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকছিলেন। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে, ওই ব্যক্তি ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারে নাফ নদী দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা ওই ফেলে যাওয়া ব্যাগ থেকে ২ কেজি ১ শত ২৫ গ্রাম আইস উদ্ধার করতে সক্ষম হয়।


অপরদিকে, ১২ নভেম্বর সকালে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে একটি বাস তল্লাশি করার সময়, একটি সন্দেহজনক মহিলা যাত্রীর আচরণ লক্ষ্য করেন বিজিবি সদস্যরা। তার হাতে থাকা নাস্তার ব্যাগটি খুলে দেখে সেখানে অভিনব পদ্ধতিতে লুকানো ছিল ৪ হাজার ৭শ ৪০ পিস ইয়াবা। মহিলা নিজেই মাদকের বিষয়টি স্বীকার করেন। 


আটককৃত মহিলা টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মৃত তৈয়ব গোলালের মেয়ে রায়লা বেগম (৫৫)। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। 


বিজিবি কর্মকর্তা লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ জানান, মাদক পাচারের এই চক্রগুলো সীমান্ত এলাকায় সক্রিয় রয়েছে, এবং বিজিবি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।