নওগাঁ জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: শনিবার ৯ই নভেম্বর ২০২৪ ০৪:৪২ অপরাহ্ন
নওগাঁ জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির কমিটি গঠন

নওগাঁ জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে।  শনিবার দুপুরে নওগাঁ শহরের আয়োজন রেস্টুরেন্ট এন্ড হোটেল মিলনায়তনে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ১১ সদস্যের আংশিক  নবগঠিত এই কমিটির সভাপতি করা হয়েছে মাসুদ হাসান তুহিনকে এবং নূর-ই আলম মিঠুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।  


নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আনিছুর রহমান ও শওকত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক বনফুল ও মাজেদ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন, বাবলু, ওহিদুল ইসলাম ও আশরাফুল। এছাড়া শাহীনুল ইসলাম, ফারুক হোসেন ও রেজাউল ইসলামকে নবগঠিত কমিটির উপদেষ্টা করা হয়।


সভা ইটভাটা মালিকেরা বলেন, জেলায় দেড়শটির অধিক ইটভাটা রয়েছে। প্রায় ৮০০ মানুষ এসব ভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। অথচ পরিবেশগত ছাড়পত্র গুটিকয়েক ইটভাটার। সকল শর্ত পূরণ করা সত্ত্বেও পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হচ্ছে না। কিন্তু পরিবেশ অধিদপ্তরকে প্রত্যেকটি ভাটা থেকে নিয়মিত ফি দেওয়া হয়। একেকটি ইটভাটা থেকে জেলা প্রশাসনকে বছরে ৪ লাখ ৯০ হাজার টাকা রাজস্ব দেওয়া হয়। তারপরেও ইটভাটা মালিকদের নানাভাবে হয়রানি করা হয়। এসব হয়রানি বন্ধের জন্য মালিক সমিতিকে শক্ত পদক্ষেপ নিতে হবে।