কলাপাড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ১১ই নভেম্বর ২০২৪ ০৬:৩৫ অপরাহ্ন
কলাপাড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলা ২০২৪ শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শোভাযাত্রায় অংশ নেন কৃষক, কৃষিবিদ, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।  


মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ খায়রুল ইসলাম মল্লিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম, প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবিরসহ স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানরা।  


উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন, যেখানে কন্দাল জাতীয় ফসল—ওল কচু, আলু, মিষ্টি আলু, মুখি কচু, কাসাভা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সার এবং কৃষি প্রযুক্তির প্রদর্শনী ছিল। মেলার মূল উদ্দেশ্য কৃষকদের জন্য কন্দাল ফসল চাষের প্রযুক্তি এবং নতুন উদ্ভাবনী পদ্ধতি তুলে ধরা। 


ইউএনও মো. রবিউল ইসলাম উদ্বোধনী বক্তব্যে জানান, শীঘ্রই কলাপাড়ায় একটি কৃষি মার্কেট চালু করা হবে, যা কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির সুযোগ প্রদান করবে। এতে কৃষকের লাভ বাড়বে এবং মধ্যস্বত্ত্বভোগীদের দূর্ণীতির সুযোগ কমবে, যা সাধারণ মানুষের জন্য খাদ্যসামগ্রীর মূল্য কমাতে সাহায্য করবে।  


মেলার এই উদ্যোগ কৃষির আধুনিকায়ন ও কৃষকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা।