হিজলার মেঘনায় কোস্ট গার্ডের অভিযান: ৭৮ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: রবিবার ৩রা নভেম্বর ২০২৪ ১০:০৮ অপরাহ্ন
হিজলার মেঘনায় কোস্ট গার্ডের অভিযান: ৭৮ জেলে আটক

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের শেষ দিনে বাংলাদেশ কোস্ট গার্ড ৭৮ জন জেলেকে আটক করেছে। রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কোস্ট গার্ডের অফিসার লেফটেন্যান্ট কর্নেল রিফাত আহমেদ জানান, সকাল ৫টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।


জানা গেছে, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন হিজলা, মৎস্য বিভাগ এবং নৌ পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ৩০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৭টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা এবং ৫০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। 


অভিযানে জব্দকৃত জাল ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. নাসির উদ্দীনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।


আটক ৭৮ জন জেলেকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নিকট হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল রিফাত আহমেদ বলেন, "মা ইলিশ সংরক্ষণ অভিযানে আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।" 


এ অভিযান ইলিশের উৎপাদন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।