ত্রিশালে যৌথ মালিকানাধীন ফিসারির মাছ বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি- ময়মনসিংহ
প্রকাশিত: রবিবার ৩রা নভেম্বর ২০২৪ ০৫:১২ অপরাহ্ন
ত্রিশালে যৌথ মালিকানাধীন ফিসারির মাছ বিক্রির অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের নারায়নপুর এলাকায় যৌথ মালিকানাধীন ফিসারির মাছ বিক্রির অভিযোগে প্রতারণার শিকার হয়েছেন আনোয়ার হোসেন ওরফে দুলাল মিয়া। তিনি অভিযোগ করেছেন, তার সহযোগী আসাদুল হক এবং অজ্ঞাত ৮-৯ জন মিলে জুলাই থেকে অক্টোবরের শেষ পর্যন্ত মাছ বিক্রি করেছেন, অথচ তাকে অবহিত করেনি।


স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার ও আসাদুল যৌথভাবে প্রায় ৫৪ বিঘা জমিতে মাছ চাষ করে আসছিলেন। কিন্তু গত আগস্টের ৮ তারিখ থেকে অক্টোবরের ২৬ তারিখ পর্যন্ত আনোয়ারকে জানিয়ে না রেখেই আসাদুল বিভিন্ন সময়ে প্রায় ৬০-৬৫ লক্ষ টাকার পাঙ্গাসসহ অন্যান্য মাছ বিক্রি করেন। 


আনোয়ার অভিযোগ করেছেন, আসাদুলের সহযোগীরা তাদের প্রতিবাদ করলেই ভয়ভীতি প্রদর্শন করছিলেন। স্থানীয়রা, যেমন আশিকুর রহমান ও মতিউর রহমান, আসাদুলকে বাধা দিতে গেলেও তার গোষ্ঠীর পক্ষ থেকে নানা হুমকি আসে। আনোয়ার বলেন, "আমি মাছ বিক্রির প্রাপ্ত অর্থ চাইতে গেলে তারা আমাকে মারধর ও হত্যার হুমকি দেয়।"


আসাদুল হক এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ বলেছেন, "আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু করেছি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"


এ ঘটনার মাধ্যমে স্থানীয়দের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় উদ্বেগ বাড়ছে। মাছ চাষের সাথে জড়িত অনেকে সতর্ক হয়ে উঠেছেন। স্থানীয় সমাজে এই ঘটনার ফলে বিশ্বাসের সংকট সৃষ্টি হয়েছে, এবং তারা আশা করছেন দ্রুত সমস্যা সমাধান হবে।