মিয়ানমারের বোমার আওয়াজে কেঁপে উঠছে টেকনাফ সীমান্ত

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: রবিবার ৩রা নভেম্বর ২০২৪ ০৪:১৩ অপরাহ্ন
মিয়ানমারের বোমার আওয়াজে কেঁপে উঠছে টেকনাফ সীমান্ত

কক্সবাজারের টেকনাফ সীমান্ত আবারও আতঙ্কিত হয়ে উঠেছে মিয়ানমারের রাখাইন থেকে আসা বোমার বিস্ফোরণের কারণে। শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯ টার পর থেকে শুরু হওয়া এই বিস্ফোরণের শব্দ টেকনাফসহ আশপাশের এলাকা জুড়ে থেমে থেমে ভেসে আসছে। বিস্ফোরণের বিকট আওয়াজে ঘরবাড়ির দরজা জানালাগুলো কেঁপে উঠছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।


নাফ নদীর ওপারে মিয়ানমারের বিভিন্ন স্থানে সংঘর্ষের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে। টেকনাফ, পৌরসভা, হ্নীলা, সাবরাং এবং শাহপরীর দ্বীপের বাসিন্দারা জানাচ্ছেন, তারা দীর্ঘদিন পর আবারও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনছেন। দমদমিয়া এলাকার বাসিন্দা এনামুল হক জানান, গত ৭-৮ মাস ধরে বিরতির পর এই ভয়াবহ আওয়াজ তাদের ঘরবাড়িতে আতঙ্ক ছড়াচ্ছে।


এদিকে, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব সীমান্তে যাতে না পড়ে, সেজন্য বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, রাত থেকে শুরু হওয়া বিস্ফোরণের শব্দের কারণে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নজরদারিতে রেখেছে স্থানীয় প্রশাসন, যাতে কোনো রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে। 


বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এই বিস্ফোরণ শুধু টেকনাফ নয়, পুরো সীমান্ত অঞ্চলে একটি নতুন উদ্বেগের জন্ম দিয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে।