পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: বুধবার ৩০শে অক্টোবর ২০২৪ ০৬:৪৭ অপরাহ্ন
পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত করেছেন। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।


সভায় পুলিশ সুপার জানান, বর্তমানে পুলিশের ইমেজ পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছেন তারা। তিনি বলেন, "পুলিশের হারানো ভাবমূর্তি ফেরাতে আরো কিছু সময় লাগবে, তবে আমি পিরোজপুরে পুলিশের ভাবমূর্তিকে উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।"


পুলিশ সুপার উল্লেখ করেন, "পিরোজপুরে ১২০০ জনে একজন পুলিশ কর্মী রয়েছে, যা এলাকার জনসংখ্যার অনুপাতে যথেষ্ট।" তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য উন্মুক্ত আলোচনা হওয়া জরুরি।


সভায় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, মুনিরুজ্জামান নাসিম ও অন্যান্য নেতৃবৃন্দ।


মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকরা পুলিশের কার্যক্রম ও সমাজের সুরক্ষায় তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, সাংবাদিকতা ও পুলিশের সম্পর্ক আরো দৃঢ় হবে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।