টেকনাফে তিন রোহিঙ্গা ডাকাত আটক, উদ্ধার অস্ত্র ও গুলি

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: বুধবার ৩০শে অক্টোবর ২০২৪ ০৩:৩৩ অপরাহ্ন
টেকনাফে তিন রোহিঙ্গা ডাকাত আটক, উদ্ধার অস্ত্র ও গুলি

কক্সবাজারের টেকনাফে তিনজন রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের আবু আহমেদের পুত্র এনায়েতুল্লাহ (২৬), আব্দুল জব্বারের পুত্র মোহাম্মদ আলম (২৩), এবং টেকনাফের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের নূর মোহাম্মদের পুত্র মোহাম্মদ ইয়াছিন (২৯)।


বুধবার (৩০ অক্টোবর) বিকালে টেকনাফ ২ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্ণেল মো. মহীউদ্দীন আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাতে লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পূর্বে নাফ নদীর কিনারায় ডাকাতির উদ্দেশ্যে একটি নৌকা নিয়ে আসার গোপন সংবাদ পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে লেদা বিওপি’র নৌ টহলদল লেদা খালের মুখে অবস্থান নেয়।


রাত সাড়ে ১০ টায়, টহলদল নাফ নদীর দিকে সন্দেহজনক তিনজন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করে। পরে তাদের ঘেরাও করে আটক করা হয়। আটককৃতদের তল্লাশী করলে তাদের কাছে এলজি এবং গুলি উদ্ধার হয়। 


জিজ্ঞাসাবাদের সময় ডাকাত দলের সদস্যরা জানান, তারা বিভিন্ন সময় টেকনাফের গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান এবং বাড়ী-ঘরে ডাকাতি করে থাকে। বিজিবি জানায়, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদসহ মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। 


এ ঘটনার মাধ্যমে স্থানীয় এলাকায় নিরাপত্তা ও অপরাধ দমনের কার্যক্রমকে আরও দৃঢ় করার আহ্বান জানানো হয়েছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ প্রশমিত করতে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।