হিজলা (বরিশাল) প্রতিনিধি: হিজলা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, হিজলা থানার অফিসার ইনচার্জ, হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ, বাংলাদেশ সেনাবাহিনীর হিজলা ক্যাম্প ইনচার্জ, বাংলাদেশ কোস্ট গার্ডের সিসি এবং হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আ. গাফফার তালুকদার, জামায়াতে ইসলামী বাংলাদেশের হিজলা শাখার সেক্রেটারি সাহান শাহ চৌধুরী (সামু) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হিজলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মোজাম্মেল হক।
সভায় মাদক, বালি উত্তোলন, গরু চুরি, বাল্যবিয়ে, ইভটিজিং, মা ইলিশ সংরক্ষণ অভিযানসহ বিভিন্ন আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে মো. জাহাঙ্গীর হোসেন স্থানীয় প্রশাসনের প্রতি জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সভায় মাদক সমস্যা, গরু চুরির প্রবণতা, বাল্যবিয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং ইভটিজিং মোকাবিলার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। বক্তারা উল্লেখ করেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানেও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে যাতে স্থানীয় জনগণ মৎস্য সম্পদ রক্ষায় ভূমিকা রাখতে পারে।
এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপরও জোর দেওয়া হয়। সকলের সহযোগিতায় একটি নিরাপদ ও আইনশৃঙ্খলা পরিপূর্ণ সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে সভা শেষ হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।