টেকনাফে জনতার হাতে আটক অস্ত্রধারী ডাকাত

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: বুধবার ৩০শে অক্টোবর ২০২৪ ০৩:২৯ অপরাহ্ন
টেকনাফে জনতার হাতে আটক অস্ত্রধারী ডাকাত

কক্সবাজারের টেকনাফে জনতার কাছে আটক হয়েছে এক অপহরণকারী চক্রের সদস্য, যিনি অস্ত্রসহ ধরা পড়েছেন। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনাটি ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কম্বনিয়া পাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের পুত্র জাকের হোছন (৩৫) অপহরণের উদ্দেশ্যে এলাকার লোকজনের মধ্যে প্রবেশ করেন। তার কার্যকলাপের খবর পেয়ে এলাকার বাসিন্দারা দ্রুত জড়ো হয়ে তাকে ঘিরে ফেলেন। একপর্যায়ে, জাকেরকে আটক করা হয়, কিন্তু অপর এক ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।


আটকের সময় জাকেরের কাছে একটি দেশীয় একনলা লম্বা বন্দুক পাওয়া যায়, যা উত্তম মধ্যম দিয়ে উদ্ধার করে জনতা। হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেম্বার বশির আহমেদ জানান, জাকের একজন প্রকৃত ডাকাত এবং অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাও রয়েছে।


বশির আহমেদ আরও জানান, জাকের গত সোমবার অপহৃত কৃষক আবুল হাশেমের অপহরণে জড়িত ছিলেন। তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে, এবং পুলিশ তার বিরুদ্ধে ব্যাপক জিজ্ঞাসাবাদ করবে বলে আশা প্রকাশ করেছেন। এলাকাবাসীর সহযোগিতায় এ ধরনের অপরাধী ধরার ফলে নিরাপত্তা বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।