সরকারি জমি দখল করে বিলাসবহুল বাড়ি নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: বুধবার ৩০শে অক্টোবর ২০২৪ ০৩:৪৯ অপরাহ্ন
সরকারি জমি দখল করে বিলাসবহুল বাড়ি নির্মাণের অভিযোগ

নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখল করে বিলাসবহুল বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, মামুন হাওলাদার, যিনি "মামুন মেকার" নামে পরিচিত, সম্প্রতি নাটকীয়ভাবে ধনী হয়ে উঠেছেন। তার ইলেকট্রনিক্স দোকান ছিল ফেরিঘাট সংলগ্ন সড়কের পাশে, যেখানে তিনি বিভিন্ন ডিভাইস মেরামত করতেন।


অপরিকল্পিতভাবে তার জীবনযাত্রার পরিবর্তনের কারণ হিসেবে এলাকার মানুষ মনে করছে, রাজনৈতিক সংযোগ এবং স্থানীয় প্রশাসনের দুর্বলতা। আওয়ামী লীগে যোগ দেওয়ার পর তিনি স্থানীয়দের জমি দখল করা এবং নানা অনৈতিক কাজ শুরু করেছেন। তিনি এরই মধ্যে নিজ নামে শতশত একর জমি ক্রয় করেছেন এবং ঝালকাঠি রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা দখল করে দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্টে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। 


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা এ বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। জমি দখলের বিষয়ে ক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় প্রশাসনের নীরবতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। মামুনের বিরুদ্ধে এসব অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা নানা গুঞ্জনে নিমজ্জিত।


এদিকে, মামুন হাওলাদার এ অভিযোগগুলো অস্বীকার করে বলেন, "এগুলো সব মিথ্যা বানোয়াট। আমার ভবনের সামনে ৫ ফুট জমি রোডস অ্যান্ড হাইওয়ে দাবি করলে আমি ঝালকাঠি জেলা জজ আদালতে মামলা করেছি।" তিনি দাবি করেন, আদালতে মামলাটি চলমান রয়েছে এবং জমির পরিমাপও হয়েছে।


রোডস অ্যান্ড হাইওয়ের ঝালকাঠি জেলা কর্মকর্তার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 


এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভ এবং উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। তারা এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে অবৈধ দখলদারির অবসান ঘটে এবং ন্যায়ের প্রতিষ্ঠা হয়।