পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে খামারির ৬টি গরুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: সোমবার ১৪ই অক্টোবর ২০২৪ ০৭:৩৩ অপরাহ্ন
পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে খামারির ৬টি গরুর মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে এক খামারের ৬টি গাভী মারা গেছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের খামারী মো. নজরুল ইসলামের খামারে এই ঘটনাটি ঘটে। মৃত গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানান গরুর মালিক। এর পাশাপাশি খামারের আরও ২টি বাছুর অসুস্থ অবস্থায় রয়েছে।


ঘটনার বর্ণনা দিতে গিয়ে মো. নজরুল ইসলাম বলেন, "আমার ছেলে কাঁচা ঘাস কেটে এনে গরুকে খাওয়ায়। পরদিন সকালে খামারে গিয়ে দেখি গরুগুলো অসুস্থ এবং কিছু খাচ্ছে না। চেষ্টা করেও গরুগুলোর সুস্থতা ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তিন দিনে দুইটি করে গরু মারা যায়।"


খামারির ছেলে ইমরান বলেন, "দুপুরে কাঁচা ঘাস কেটে গরুকে খাওয়ালে পরদিন সকালে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারদের খবর দিলে তারা জানান, গরুগুলো বিষাক্ত কিছু খেয়ে ফেলেছে। ওষুধ দেওয়ার পরও কোনো উপকার হয়নি। ৮টি গরুর মধ্যে ৬টি মারা গেছে।"


রাজাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ বিষয়টি নিয়ে বলেন, "আমরা গরুগুলো পরিদর্শন করেছি এবং ওষুধও দিয়েছি। বর্ষাকালে কাঁচা ঘাসে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়, যা গরুর জন্য বিষাক্ত হয়ে উঠতে পারে। খামারিদের সতর্ক থাকতে হবে এবং কাঁচা ঘাস খাওয়ানো থেকে বিরত থাকতে হবে।"


এ ঘটনাটি স্থানীয় খামারিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই গরুর খাদ্য নিয়ে আরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন। স্থানীয় কৃষকদের মতে, সঠিক খাদ্য প্রদান না করা এবং অজ্ঞতা থেকে গরু মারা যাওয়ার ঘটনা বাড়ছে, যা প্রাণিসম্পদ খাতের জন্য মারাত্মক ক্ষতি। 


এই ঘটনার পর খামারিদের মধ্যে আলোচনা চলছে কিভাবে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায় এবং কীভাবে স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করা যায়।