১ দিন দুর্গাপূজার ছুটি বাড়ানোর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার ৮ই অক্টোবর ২০২৪ ১২:১৪ অপরাহ্ন
১ দিন দুর্গাপূজার ছুটি বাড়ানোর ঘোষণা

সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের দাবির পর, দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা বিভাগীয় কমিশনার মাহফুজ আলম। তিনি বলেন, “বৃহস্পতিবার (১০ অক্টোবর) সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ছুটি ঘোষণা করা হবে। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হবে।”


মাহফুজ আলম আরও জানান, দুর্গাপূজা উপলক্ষে এবারে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদযাপন করার জন্য সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি বাড়তি সময় দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। শুক্রবার ও শনিবার ছুটি থাকায়, এবার পূজা উদযাপনের জন্য তাদের দীর্ঘ সময় পাওয়ার সুযোগ হবে।


তিনি বলেন, “আমরা বিবেচনা করেছি, যাতে পূজার সময় সনাতন ধর্মাবলম্বীরা পরিবারসহ আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে পারেন।” পূজা উপলক্ষে এই বাড়তি ছুটি ধর্মাবলম্বীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে।


এবারের শারদীয় দুর্গোৎসব বুধবার শুরু হতে যাচ্ছে, যা সারা দেশে উৎসাহ-উদ্দীপনার সাথে উদযাপিত হবে। সবার জন্য একটি আনন্দময় এবং নিরাপদ পূজা নিশ্চিত করতে সরকার প্রস্তুত রয়েছে।