হিলি স্থলবন্দর বন্ধ, পণ্য আমদানি-রপ্তানি

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: সোমবার ১৬ই সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ন
হিলি স্থলবন্দর বন্ধ, পণ্য আমদানি-রপ্তানি

হিলি (দিনাজপুর), ১৬ সেপ্টেম্বর ২০২৪ – পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। 


হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন জানান, নবী করীম হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্মদিন উপলক্ষে আজ সকাল থেকে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এই বন্ধের কারণে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি সম্পূর্ণভাবে থেমে গেছে। তবে, এক দিনের জন্য এই বন্ধের পর আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে আমদানি-রপ্তানি পুনরায় শুরু হবে।


অন্যদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান জানিয়েছেন, ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিকভাবে চলছে। দুই দেশের পাসপোর্টধারীরা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে যাতায়াত করতে পারছেন।


পোর্ট প্রশাসন এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই এক দিনের বন্ধের কারণে ব্যবসায়ীরা কিছুটা সমস্যায় পড়লেও, স্বাভাবিক কার্যক্রম দ্রুত পুনরায় চালু হবে।