গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে ঘটে যাওয়া লাশ পোড়ানোর ঘটনায় জড়িত ইন্সপেক্টর আরাফাত হোসেনকে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, গুলিবিদ্ধ লাশগুলোকে পুলিশ সদস্যরা একটি ভ্যানে তুলছেন এবং পরে একটি পুরোনো ব্যানার দিয়ে ঢেকে দিচ্ছেন। ভিডিওতে যাদের পুলিশের ভেস্ট ও হেলমেট পরা অবস্থায় দেখা গেছে, তাদের মধ্যে অন্যতম ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর আরাফাত আত্মগোপনে চলে যান। কিন্তু দীর্ঘ অনুসন্ধানের পর তাকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, সেদিন পুলিশের গুলিতে একের পর এক লাশ পড়ছিল, যা পরে পুলিশ সদস্যরা সংগ্রহ করে নিয়ে যান এবং আগুনে পুড়িয়ে দেন। স্থানীয়দের মধ্যে অনেকে সেই আগুন নেভানোর চেষ্টা করলেও তাদের দিকে গুলি ছোড়া হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।