স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হিলিতে

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ১১ই সেপ্টেম্বর ২০২৪ ০৩:৩২ অপরাহ্ন
স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হিলিতে

দিনাজপুরের হাকিমপুর হিলিতে নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্প মূল্যে টিসিবি পণ্যের বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর পৌরসভার (১, ২, ৬) নং ওয়ার্ডের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন।


টিসিবির পণ্য সংগ্রহ করতে আসা আজিরম বেগম বলেন, “বর্তমানে বাজারে সব পণ্যের দাম আকাশচুম্বী। এমন অবস্থায় টিসিবির পণ্য কম দামে পাওয়া আমাদের জন্য অত্যন্ত সাহায্যকারী। এর মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য কিছুটা হলেও উপকার হবে।”


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের তদারকি অফিসার মোঃ কামাল হোসেন, পৌরসভার প্রধান প্রকৌশলী আব্দুর রাজ্জাক, টিসিবির ডিলার আলম হোসেন ও অন্যান্য বিক্রয় কর্মীরা।


হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী এবং জেলা প্রশাসকের পরামর্শক্রমে হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১০,৫৭১ জন ফ্যামিলি কার্ডধারীকে স্বল্পমূল্যে টিসিবির পণ্য প্রদান করা হচ্ছে। প্রতিটি প্যাকেজে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার সয়াবিন তেল। এই প্যাকেজের মূল্য ৪৭০ টাকা নির্ধারিত হয়েছে।


ফ্যামিলি কার্ডধারীরা পৌরসভায় হাকিমপুর সরকারি কলেজ মাঠ থেকে এবং তিনটি ইউনিয়নের টিসিবি পণ্য তাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চত্বর থেকে পর্যায়ক্রমে সংগ্রহ করতে পারবেন। টিসিবি পণ্যের বিক্রি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি বিক্রয় পয়েন্টে আলাদা আলাদা তদারকি অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।


এছাড়া, টিসিবি পণ্য সংগ্রহকারীরা যাতে কোন সমস্যা ছাড়াই তাদের পণ্য পান এবং সুষ্ঠুভাবে বিক্রি কার্যক্রম সম্পন্ন হয়, সেজন্য কঠোরভাবে নজর রাখা হচ্ছে। স্থানীয়রা এই উদ্যোগের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন এবং আশা করছেন, এটি তাদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।