শ্রীমঙ্গলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: শুক্রবার ৬ই সেপ্টেম্বর ২০২৪ ০৮:২৬ অপরাহ্ন
শ্রীমঙ্গলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সিন্দুরখান ইউনিয়নের ষাড়েরগজ এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী রাজন মিয়া এবং সিন্দুরখান ইউনিয়নের ইয়াবা ব্যবসায়ী জাফরসহ সকল মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা অভিযোগ করেন যে, রাজন মিয়া এবং জাফরসহ অন্যান্য মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও মাদক কারবার করে আসছে। পূর্বে প্রশাসন তাদের আটক করলেও কিছুদিন পর তারা জামিনে মুক্তি পেয়ে আবারো মাদক ব্যবসায় ফিরে এসেছে।


প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আশিদ্রোন ইউনিয়নের জানাউড়া এলাকার বাসিন্দা শফিকুর রহমান এবং জসিম উদ্দিন। তারা বলেন, "মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার। মাদক ব্যবসায়ীরা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। প্রশাসনকে শক্ত হাতে এসব অপরাধীদের দমন করতে হবে।"


মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তবে, অনুষ্ঠানের পূর্ব নির্ধারিত স্থানে মানববন্ধন করতে না পারার কারণে সিন্দুরখান ইউনিয়নের চৌমুহনা এলাকা থেকে ষাড়েরগজ এলাকায় স্থানান্তরিত হয়।


ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে আয়োজকরা বলেন, "প্রাথমিকভাবে মানববন্ধন সিন্দুরখান চৌমুহনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু জাফর এর নাম ব্যানারে থাকায় তার অনুসারীরা মানববন্ধন করতে বাধা দেয় এবং দাবি করে যে জাফর মাদকের সাথে জড়িত নয়। তাদের বাধার কারণে সিন্দুরখান বিজিবি ক্যাম্পের সদস্য কামাল হোসেন উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এড়াতে মানববন্ধন স্থগিত করতে অনুরোধ করেন।"


এছাড়া, আয়োজক কমিটি পরে ষাড়েরগজ এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। মানববন্ধন চলাকালে তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


মানববন্ধন শেষে স্থানীয়রা প্রশাসনের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও শক্তিশালী পদক্ষেপ গ্রহণের আশা প্রকাশ করেন এবং এ ধরনের সমাবেশ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।