ইতিমধ্যে বিশ্বের কয়েকটি দেশে সংক্রামক রোগ এমপক্স (মাঙ্কিপক্স) ছড়িয়ে পড়ার খবরে দিনাজপুরের হিলি সীমান্ত ও ইমিগ্রেশন চেকপোস্টে কাজ করছে মেডিকেল টিম। নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে কয়েক'শ বৈধ পাসপোর্ট যাত্রী বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়া করে থাকে। এছাড়া নেপাল ও ভুটানেও ঘুরতে যান অনেকে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ ওসি শেখ আশরাফুল ইসলাম।
তিনি জানান, মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ রোধে আমরা আগের থেকে সতর্ক আছি। বর্তমানে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে স্থানীয় হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম কাজ করছে। তারা দুই দেশের বৈধ পাসপোর্ট ধারী যাত্রী পারা পারের সময় তাদের শরীরের তাপমাত্রা, ক্রেশসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের সেকমো (এসএসিএমও) জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আমরা চেকপোস্টে মেডিকেল টিম বসিয়েছি। আজ সাপ্তাহিক ছুটির দিনেও আমাদের মেডিকেল টিম এখানে কাজ করছে। ভারত এবং বাংলাদেশ থেকে যেসব যাত্রীর আসা-যাওয়া করছেন, আমরা তাদের শরীরের তাপমাত্রা রেকর্ড করছি। এছাড়াও মাঙ্কিপক্সের যেসব লক্ষ্মণ থাকে তা দেখছি। এখন পর্যন্ত এধরণের কোন লক্ষ্মণ কোন যাত্রীদের মাঝে পাইনি। তবে যদি কারও শরীরে এসব লক্ষ্মণ পাই তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে হিলি হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ পিন্টু বলেন, মাঙ্কিপক্সের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, পেশিব্যথা, পিঠে ব্যথা, দুর্বলতা, ফোলা লসিকাগ্রন্থি ও ত্বকের ফুসকুড়ি বা ক্ষত। এ রোগের লক্ষণগুলো কেউ অনুভব করলে বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছি। এছাড়াও হিলি একটি সীমান্তবর্তী উপজেলা, এখানে বন্দর এবং ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে। তাই আমরা চেকপোস্টে মেডিকেল টিম বসিয়েছি। যাত্রীদের এই মাঙ্কিপক্স ভাইরাস আছে কি না তাই নির্ণয় করতে।
এদিকে জয়পুরহাট ২০ বিজিবি'র অধিনায়ক লে, কর্ণেল মোঃ নাহিদ নেওয়াজ বলেন, হিলি সীমান্তসহ ইমিগ্রেশন চেকপোস্টে বিজিবি সদস্যরা কঠোর সতর্কতার সথে দায়িত্ব পালন করে আসছে। বর্তমান দেশের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি কাজ করছে। সন্ত্রাসী বা তালিকা ভুক্তরা যাতে দেশত্যাগ না করতে পারে। এবিষয়ে বিজিবি সজাগ রয়েছে।
এছাড়াও বিশ্বের কয়েকটি দেশে মাঙ্কিপক্স ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। এই ক্ষেত্রে আমরাও সীমান্তসহ চেকপোস্টে সতর্কতা বাড়িয়েছি। ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম বসানো হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করছেন যাত্রীদের।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।