ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল চলছে। আজ শনিবার ৩ আগস্ট দুপুর ১২টার পর কয়েকশ’ শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানা গেছে।
শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্বরোড় লাল শালো হোটেল এলাকা হতে হাইওয়ে সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা- সিলেট মহাসড়কের গোল চত্বর সড়কের অবস্থান নিয়ে পরে কুট্রাপাড়া মোড়ে দিকে যায়।
ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সেখানে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। এছাড়াও বিপুল সংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে আছেন। বিক্ষোভকারীদের অবস্থানের কারণে বিশ্ব রোড় এলাকায় যানবাহন চলাচল সাময়িক বিঘ্ন ঘটলেও দুপুর সোয়া ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক নারী শিক্ষার্থীকেও অংশ নিতে দেখা গেছে। শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় ঢাকা- সিলেট মহাসড়কের বিশ্বরোড় এলাকায় বিপুল সংখ্যক পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করে। আজ শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।