জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পল্লীবন্ধু, সাবেক সফল রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে পিরোজপুর জেলা জাতীয় পার্টি, সহযোগী ও অঙ্গ সংগঠন (১৪ জুলাই) রবিবার বিকেল চার ঘটিকার সময়ে পিরোজপুর চেম্বার অফ কমার্স অফিস কার্যালয়ে স্মরণসভা ও দোয়ার আয়োজন করেছেন।
উক্ত অনুষ্ঠানে জাতীয় পার্টির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে দোয়া অংশগ্রহণ করেন। ৬৮ হাজার গ্রাম বাঁচলে, বাংলাদেশ বাঁচবে -পল্লীবন্ধু এরশাদ। সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে, গভীর শ্রদ্ধাঞ্জলি, স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে সঞ্চালনা ও দোয়া পরিচালনা করেন, জাতীয় ওলামা পার্টির, পিরোজপুর জেলা শাখার অন্যতম নেতা জনাব মোঃ মহিউদ্দিন জিহাদি।
সভাপতিত্ব করেন মোহাম্মদ বশির আহমেদ সদস্য সচিব জেলা জাতীয় পার্টি ও সভাপতি, জাতীয় যুবসংহতী পিরোজপুর জেলা শাখা। আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির উপদেষ্টা মন্ডলী, সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গসংগঠন ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত স্বরন সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, হোসাইন মোহাম্মদ এরশাদ দেশ ও জাতির কল্যাণে সব সময়ের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আজ হুসাইন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।