বৈঠা হাতে নৌকায় বসে ভোটারের কাঁধে চড়ে জনসভা মঞ্চে যান জামালপুর-৫ সদর আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ। ভোটারের কাঁধে পা রেখে নৌকার প্রার্থী মঞ্চে যাওয়ার ছবি ও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় তা নিয়ে সমালোচনার ঝড় বইছে।
শনিবার বিকালে জামালপুর সদর উপজেলার শৈলের কান্দা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এই ঘটনা ঘটে।
জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু বলেন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজনু ঈগল প্রতীকে ভোট ভিক্ষা চেয়ে সদরবাসীর হাতে-পায়ে ধরছেন ঠিক তখন নৌকার প্রার্থী ভোটারের কাঁধে পা দিয়ে মঞ্চে যাচ্ছেন। এই ঘটনার মধ্যে দিয়ে সদরবাসীকে অপমান এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে প্রতারণা করা হয়েছে।
তবে এটিকে দলের নেতা-কর্মীদের ভালোবাসাপূর্ণ আবেগের বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।