জামালপুরের ইসলামপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এজেন্ট আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২০ ডিসেম্বর) সকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর সুরুজ মিয়ার সততা বাজারে এ আউটলেট শাখার উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ইসলামপুর শাখার প্রধান মোহাম্মদ আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোনের প্রধান মোঃ আনিসুল ইসলাম হক।
ইসলামী ব্যাংকের ইসলামপুর শাখার অফিসার রহমতুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরগোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার, ময়মনসিংহ জোনের সিনিয়র অফিসার আব্দুল গাফফারসহ আরও অনেকেই।
এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।