প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২১:২২
কোনো ট্যাগ পাওয়া যায়নি
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার - এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় তিন দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ চত্বর থেকে ১৭ সেপ্টেম্বর সকাল এগারোটায় একটি র্র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে মেলার স্টলের সামনে এসে শেষ হয়। এরপর লাল ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত সিংহ। উদ্বোধন শেষে দিবসটি উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে স্বাধীনতা স্মরনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা কৃষি অফিসার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ সহ মেলা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন।