রাজবাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহতের ঘটনায় ক্লুলেস হত্যা মামলায় ঘাতক মাইক্রোবাস চালককে গ্রেফতার করেছে র্যাব-৮। আজ দুপুর সাড়ে ৩টার দিকে ভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৮ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ২৯ জুন ঈদের দিন রাজবাড়ী জেলার সদর থানাধীন কল্যানপুর ধানের চাতল এলাকায় ফরিদপুর থেকে আসা মাইক্রোবাস বেপরোয়া গতিতে চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নৌবাহিনী কর্মকর্তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নৌবাহিনী কর্মকর্তা পেটি অফিসার সজিব মোল্লা (২৪) ঘটনাস্থলেই নিহত হন এবং অপর আরোহী আহত হয়। এ সময় ঘাতক মাইক্রোবাস চালক জাকির হোসেন ওরফে জাহিদ পালিয়ে যায়। দুর্ঘটনার এ খবর বিভিন্ন মিডিয়ায় প্রচার হলে ঘাতক চালককে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কর্মকর্তারা।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অভিযান চালায় র্যাব-০৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নাজমুল হক এর নেতৃত্বে একটি টিম। এ সময় ওই এলাকা থেকে মাইক্রোবাস চালক মোঃ জাকির হোসেন ওরফে জাহিদ (৪৮) কে গ্রেফতার করেন তারা। গ্রেফতারকৃত জাকির ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাঘুয়াপাড়া বাখুন্ডা গ্রামের আলাউদ্দিন মোল্লার পুত্র।
গ্রেফতারকৃত আসামী জাকিরকে রাজবাড়ী জেলার আহ্লাদীপুর হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, নিহত নৌবাহানী কর্মকর্তা বাংলাদেশ নৌবাহিনীতে পেটি অফিসার পদে সম্প্রতি চাকরি পেয়েছে। ট্রেনিং শেষ করে ঈদ ছুটি উদযাপন করার জন্য বাড়ীতে এসেছিলেন তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।