রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকায় জাটকা সংরক্ষণ অভিযান সপ্তাহ উপলক্ষে পদ্মা নদীতে আড়াআড়ি ১টি বাঁশের বাঁধ, ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৫কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
বুধবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটি রাজবাড়ী সদর এর আয়োজনে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মো. মশিউর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জেএম সিরাজুল কবিরসহ মৎস্য বিভাগ ও নৌপুলিশের অন্যন্যা সদস্যরা অভিযানে অংশ নেন।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জেএম সিরাজুল কবির অভিযান প্রসঙ্গে জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকায় নদীতে ১টি বড় আড়াআড়ি বাঁশের বাধ কেটে ধ্বংস করা হয়েছে, ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পোড়ানো হয়েছে এবং ৫ কেজি জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। তিনি বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।