১৫ বছর ধরে সাপ-বিচ্ছু খাই, না খেলে শরীরে এনার্জি আসে না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার ২রা এপ্রিল ২০২৩ ০১:২২ অপরাহ্ন
১৫ বছর ধরে সাপ-বিচ্ছু খাই, না খেলে শরীরে এনার্জি আসে না’

দীর্ঘ ১৫ বছর ধরে জ্যান্ত সাপ, বিচ্ছু, গরুর কাঁচা রক্ত ও ভূরি খেয়ে আসছেন মো. মোজার মিয়া (৪৮) নামে এক দিনমজুর।এমন কি ক্ষেতে ছিটানো কীটনাশক খেয়েও স্বাভাবিক জীবনযাপন করছেন। অনেকের সমালোচনারও পাত্র হচ্ছেন।


খোঁজ নিয়ে জানা গেছে, মোজার মিয়া কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথর ডুবি ইউনিয়নের সোনাহাট গ্রামের বাসিন্দা। বর্তমানে তার দুই স্ত্রী এবং এক দত্তক ছেলে আছে তার। সেই ছেলে ঘরে দুই নাতিও আছে।


মোজার মিয়া বলেন, ‘আমি যখন ক্লাস টুয়ে পড়ি, তখন থেকে আমি সাপ খাই। ১৫ বছর ধরে সাপ-বিচ্ছু খা, সাপ না খেলে শরীরে এনার্জি আসে না। বিষাক্ত সাপ আমার খুবই পছন্দ। বিষাক্ত সাপ ও বড় সাইজের যেকোনো সাপ ছোট সাপের তুলনায় স্বাদ। সাপ না পেলে মাঝে মধ্যে গরুর কাঁচা রক্ত ও ভূরি খাই।


সোনাহাট ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান মো. মায়নুল ইসলাম বলেন, মোজার সাপ-বিচ্ছুসহ বিভিন্ন প্রাণি খাওয়ার কথা জেনেছি। মোজার মিয়াকে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠানো উচিত।


এ বিষয়ে কুড়িগ্রাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত (প্রাণি ও উদ্ভিদ) বিশেষজ্ঞ অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন বলেন, সাপ-বিচ্ছু খেয়ে জীবন যাপন করা এটি একটি বিরল ঘটনা। তিনি মানসিক বিকারগ্রস্ত কি-না তা চিন্তার বিষয়।