রমজানে অফিস-ব্যাংকের নতুন সময়সূচি, শুরু হচ্ছে কাল

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ২৬শে মার্চ ২০২৩ ০৭:৩০ অপরাহ্ন
রমজানে অফিস-ব্যাংকের নতুন সময়সূচি, শুরু হচ্ছে কাল

রমজান মাসে নতুন সময়সূচিতে চলবে রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নতুন সময়সূচি অনুযায়ী রমজানে সকাল ৯টায় অফিস শুরু হয়ে চলবে সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে।


গত ১৩ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


প্রথম রোজা থেকে এই সময়সূচি চালু হয়। তবে এবার রমজান সরকারি ছুটির দিন (শুক্রবার) শুরু হয়। শুক্র-শনি সরকারি ছুটি শেষে আজ রবিবার মহান স্বাধীনতা দিবসের ছুটিতে সকল প্রতিষ্ঠান। এতে আগামীকাল সোমবার থেকে রমজানের নতুন সময়সূচিতে চলবে অফিস।


এদিকে গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের এক সার্কুলারে জানানো হয়, রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।


এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।