সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ২৬শে মার্চ ২০২৩ ০৫:৫৬ অপরাহ্ন
সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলণ, কুচকাওয়াজ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।আজ রবিবার(২৬ মার্চ) দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।


 সূর্যাদয়ের সাথে সাথে  সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের  সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।


এ সময় উপজেলা প্রসাশন, উপজেলা  আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ক্রীড়া সংস্থা সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর প্রধান পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সুনীল আকাশে শান্তির পায়রা অবমুক্ত করা সহ পুলিশ, আনছারওফায়ার সার্ভিস কুচকাওয়া পরির্দশন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন।


শেষে অতিথিগণ বীর মুক্তিযোদ্ধাদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। 


সংবর্ধনা  অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  কর্মকর্তা ডা.মো.নোমান মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাশেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনির হোসেন,পরিবার পরিকল্পনা  কর্মকর্তা মো. সুমন মিয়া, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন এর সঞ্চালনায়, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম।