পদ্মাসেতুতে মোটরসাইকেল চলার অনুমতি দেওয়ার ভাবনা নেই : কাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ৬ই মার্চ ২০২৩ ০৪:০৬ অপরাহ্ন
পদ্মাসেতুতে মোটরসাইকেল চলার অনুমতি দেওয়ার ভাবনা নেই : কাদের

আপাতত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলতে দেওয়া নিয়ে কোনো ভাবনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার (৬ মার্চ) সচিবালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা জানান।


উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর গত ২৬ জুন পদ্মাসেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। প্রথম দিনেই সেখানে ঢল নামে মোটরবাইকের আরোহীদের। তারা সেতুর ওপর উঠে দল বেঁধে আনন্দ-উল্লাস আর হইহুল্লোড়ে মাতেন।


সেই রাতে বাইক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলে ২৭ জুন ভোর থেকে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ।সংবাদ সম্মেলনে পদ্মসেতুতে মোটরসাইকেল চলাচল শুরু করে দিচ্ছেন কি না—এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মাসেতুতে মোটরসাইকেল আপাতত না। শান্তিতে আছে পদ্মাসেতু।’