কিশোরগঞ্জে রেক্টিফায়েট স্পিরিট পানে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ১৬ই জানুয়ারী ২০২৩ ০৭:০০ অপরাহ্ন
কিশোরগঞ্জে রেক্টিফায়েট স্পিরিট পানে ৫ জনের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান হাবিব ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


নিহতরা হলেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস (৫৭) ও জহির রায়হান জজ (৫৮), হোমিও চিকিৎসক গোবিন্দ বিশ্বাস (৪৫), অটোরিকশাচালক শাহজাহান মিয়া এবং দোকানদার লিটন মিয়া। তবে পরিবারের দাবি, গোবিন্দ বিশ্বাস হার্ট অ্যাটাকে মারা গেছেন। গোবিন্দ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।


রবিবার রাতে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর ভোর ৪টার দিকে গিয়াস উদ্দিনের মৃত্যু হয়। একই হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভোর সোয়া ৪টার দিকে মারা যান জহির রায়হান জজ। সকাল ১০টার দিকে মারা যান কুলিয়ারচরের দোয়ারিয়ার হোমিও চিকিৎসক গোবিন্দ চন্দ্র বিশ্বাস। বিকেল ৫টার দিকে মৃত্যু হয় দোকানি লিটন মিয়ার। লিটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মা।


এর আগে রবিবার দুপুরে কুলিয়ারচরের একরামপুরের ভাড়া বাসায় মারা যান দুই আওয়ামী লীগ নেতার গাড়িচালক মো. শাহজাহান। তার বাড়ি বাজিতপুরের গাজিরচর গ্রামে।


পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে নিহত পাঁচজনসহ আট-নয়জন বন্ধু মিলে কুলিয়ারচরের একটি বাড়িতে দাওয়াত খান। প্রয়াতদের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, আড্ডায় বসে তারা সবাই রেক্টিফায়েট স্পিরিট জাতীয় বিষাক্ত কোনো পানীয় পান করেন। 


কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনসহ এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। মদ্যপানের পর মদের বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে এখনো কেউ এ বিষয়ে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখব।