কৌতুক অভিনেতা সাদ্দাম মালের মুক্তির দাবিতে মহিপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ২৩শে নভেম্বর ২০২২ ০৪:৫৬ অপরাহ্ন
কৌতুক অভিনেতা সাদ্দাম মালের মুক্তির দাবিতে মহিপুরে মানববন্ধন

বরিশালের আঞ্চলিক ভাষার জনপ্রিয় অভিনেতা সাদ্দাম মালের নি:শর্ত মুক্তির দাবিতে পটুয়াখালীর মহিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার বেলা এগারোটায় শেখ রাসের সেতুর উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেনীর পেশার কয়েক শতাধিক মানুষ অংশগ্রহন করেন। বক্তারা মুক্তমনা সাংস্কৃতিক কর্মী সাদ্দাম মালের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সন্যামত, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা মাল্টি মিডিয়ার অভিনেতা আলমাস সিকদার, আরিফ হোসেন প্রমুখ।


উল্লেখ্য, ফেসবুক ও ইউটিউব চ্যানেল কুয়াকাটা মাল্টিমিডিয়ায় বরিশালের আঞ্চলিক ভাষায় বেশ কিছু নাটকে অভিনয় করে সাদ্দাম মাল জনপ্রিয় হন। গত ২০ নভেম্বর রাতে সাদিকুর রহমান নামের বরগুনার এক ইতালী প্রবাসীর সঙ্গে সেলফি তোলা নিয়ে সাদ্দাম মালের ভক্তদের দুই গ্রুপের সাথে হাতাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ওই পর্যটকের অভিযোগের ভিত্তিতে সাদ্দাম মালকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ।