আখ খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩রা নভেম্বর ২০২২ ১০:৫৭ পূর্বাহ্ন
আখ খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে প্রথম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে (৯) জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে লালন শেখ (৭০) নামের বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়ার মৃত পরান শেখ এর ছেলে। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে বৃদ্ধকে গ্রেফতার করা হয়। শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।


পুলিশ ও ধর্ষনের শিকার শিশুর পরিবার জানান, গত সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে অভিযুক্ত লালন শেখ বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় শিশুটিকে আখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির কাছে পশ্চিম পাশে স্থানীয় ফরিদ চৌধুরীর নির্মাণাধীন বিল্ডিংয়ের ভিতর নিয়ে যায়। এসময় শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এমন সময় প্রতিবেশী হালিম শেখ এর স্ত্রী শেলো বেগম তার মেয়েকে খুঁজতে ওই বিল্ডিংয়ের ভিতর গিয়ে স্কুল ছাত্রী শিশুর পড়নের স্যালোয়ার খোলা এবং বৃদ্ধকে উলঙ্গ অবস্থায় জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করতে দেখতে পান। এসময় শেলো বেগমকে দেখে বৃদ্ধ দৌড়ে পালিয়ে যান। পরে প্রতিবেশী গৃহবধু শেলো বেগম বাড়ি ফিরে স্কুল ছাত্রী শিশুটির মায়ের কাছে গিয়ে বিষয় খুলে বলেন।


এ বিষয়ে শিশুটির প্রাথমিক আলামত পরীক্ষা শেষে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র গাইনী বিশেষজ্ঞ তৃপ্তি সরকারের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই বলতে পারবেন না বলে উপস্থিত সাংবাদিকদের জানান।পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমীরুল হক বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে শিশুটিকে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত পরীক্ষা শেষ না করে আগেই কিছু বলা সম্ভব হবেনা।


গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, গত সোমবার রাতে মৌখিকভাবে ধর্ষণ চেষ্টার অভিযোগ পেয়ে শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে রাতেই বৃদ্ধকে গ্রেফতার করা হয়। আজ বুধবার তাকে রাজবাড়ী জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে উভয় পরিবারের মধ্যে পূর্ব থেকে বিরোধ রয়েছে।