ধামইরহাটে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে চারাগাছ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ২রা নভেম্বর ২০২২ ০৬:৩৮ অপরাহ্ন
ধামইরহাটে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে চারাগাছ বিতরণ

নওগাঁর ধামইরহাটে সামাজিক সংগঠনের ড্রিমস ফর টুমোরো’র উদ্যোগে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও শোভা বর্ধনকারী গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় আম, তমাল, বকুল, কৃষ্ণচূড়া পলাশ ঝাউ চাপাসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও শোভাবর্ধনকারী গাছের চারাগাছ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজহার আলী। 


এ সময় ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ড্রিমস ফর টুমোরো’র ধামইরহাট উপজেলা সমন্বয়ক অধ্যাপক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী, পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান,


 চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এর প্রধান শিক্ষক এস এম খেলাল-ই-রাব্বানী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিহা ইয়াছমিনসহ সকল স্কুলের প্রধানগণ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, সাংবাদিক আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। 


প্রতিটি স্কুলে ২২টি করে চারা প্রদান করা হয়।