রাজবাড়ীর গোয়ালন্দ পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার বিজয় বাবুর পাড়া মঠ মন্দির প্রঙ্গনে গোয়ালন্দ পৌরসভার পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অপূর্ব সাহা দ্বিজেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব ঘোষ, উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি নির্মল চক্রবর্তী, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, পৌর কাউন্সিলর মো. নিজামউদ্দিন, আলাউদ্দিন মৃধা, পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম জোনা প্রমুখ।
আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পৌরসভার ১৫টি পূজা মন্ডপ কমিটির হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজিদ দাস।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।