প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ১৬:৪৩
কোনো ট্যাগ পাওয়া যায়নি
রাজবাড়ীর গোয়ালন্দে ঢাক-ঢোল ও ব্যান্ডপার্টির বাদ্য-যন্ত্র বাজিয়ে নেচে গেয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি-বাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নম্বর ফেরি ঘাট সংলগ্ন সাত্তার মেম্বারের পাড়া এলাকার ছালাম ফকিরের উদ্যোগে ও স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেমের আয়োজনে পদ্মা নদীর তীরে এই লাঠি-বাড়ি খেলার উদ্বোধন করেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল।
জানা গেছে, গ্রামের নারী-পুরুষদের বিনোদন দিতে লাঠিবাড়ি খেলার ঐতিহ্য এখনো ধরে রেখেছে সাত্তার মেম্বারের পাড়া এলাকার ছালাম ফকির। পহেলা কার্তিক ওরশ উপলক্ষে বিকাল থেকে সাত্তার মেম্বারের পাড়ায় ঢাক-ঢোল পিটিয়ে উৎসব আমেজে লাঠি-বাড়ি খেলা শুরু হয়।
আয়োজকরা জানান, লাঠি-বাড়ি খেলার জন্য লাঠিয়াল উপজেলার দেব গ্রাম ইউনিয়নের দেবগ্রাম এলাকার মো. ছামাদ সরদার (৭০), দৌলতদিয়ার মো. লতিফ সরদার (৬০), সাত্তার মেম্বারের পাড়া এলাকার মো. হাবিব মোল্লা (৫৫), মো. তুরাপ সরদার (৭০) সহ প্রায় ৫০জন খেলোয়ার লাঠি-বাড়ি খেলায় অংশ গ্রহন করেন। শত-শত নারী-পুরুষের উপস্থিতিতে সন্ধ্যা পর্যন্ত দর্শকদের করতালির মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি-বাড়ি খেলা উপভোগ করেন এলাকাবাসী। পরে আয়োজকরা খেলোয়ারদের মধ্যে পুরষ্কার হিসাবে সকলকে গামছা বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য মো. ইউনুস আলী মোল্লা, রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোশাররফ প্রামানিক প্রমুখ।
Attachments
• Scanned by Gmail