পিরোজপুরের কাউখালীতে মনিরুজ্জামান হাওলাদার(৫০) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিনগত মধ্যরাতে উপজেলার শিয়ালকাঠী গ্রামের বসতঘর হতে ওই দিনমজুরের লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুও কারন উদঘাটন করতে পারেনি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য আজ রবিবার পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃত দিনমজুর মনিরুজ্জামান স্থানীয় শিয়ালকাঠি গ্রামের ওয়াজেদ আলী হাওলাদার এর ছেলে । সে এক সন্তানের জনক।থানা সূত্রে জানাগেছে, ওই দিনমজুর পরিবার নিয়ে খুলনায় বসবাস করতেন। গত দুই বছর আগে সে খুলনায় তার পরিবার রেখে একা গ্রামের বাড়িতে বসবাস করে আসছিলেন। শনিবার রাতে প্রতিবেশীরা বসতঘরে নিজ বিছনায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ রাত সাড়ে বারোটায় ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
কাউখালী থানার উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, কি কারনে ওই দিনমজুরের মৃত্যু ঘটেছে তা উদঘাটন করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।