ট্রেন ও ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত দুই, ১ ঘন্টা পর ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: মঙ্গলবার ১১ই অক্টোবর ২০২২ ০৩:২৬ অপরাহ্ন
ট্রেন ও ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত দুই, ১ ঘন্টা পর ট্রেন চলাচল

রাজবাড়ী পাংশা উপজেলায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ও ট্রাকের সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছে। আশাপাশের স্থানীয়রা দ্রুত এসে ট্রাকের চালক ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার পাংশা উপজেলার সত্যজিৎপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় ট্রেন ও খোয়াভর্তি ট্রাকের  দূর্ঘটনায় ১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।


স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজবাড়ীর  দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়ার পোরাদাহগামী ছেরে আসা সাটল ট্রেনটি পাংশা স্টেশনের আগে সত্যজিৎপুর এলাকায় পৌছালে খোয়াভর্তি ট্রাকের সাথে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন ট্রাকটিকে টেনে অনেক দূর নিলে গেলে তা দুমড়ে-মুচড়ে যায়।


সাটল ট্রেনের গার্ড রেজাউল করিম জানান, রেল গেটটি অনুমোদিত। চালক ট্রেন চলার সময় অনেক বার হর্ন দেয়। কিন্তু ট্রাকের চালক ট্রেন আসার বিষয়টি দেখেনি। রেল ক্রসিং পার হবার সময় ট্রেন চলে আসলে ট্রাকটি না সরাতে ট্রাকের সঙ্গে ধাক্কায় ট্রেনের ইঞ্জিনে কিছু ক্ষতি হয়েছে। রেল লাইন থেকে ট্রাকটিকে সরিয়ে নিতে ট্রেন চলাচল একঘণ্টা সময় বন্ধ ছিলো। একঘন্টা পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।