পাঁচবিবিতে ট্রেনের ধাক্কা ও ছাদ থেকে পড়ে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মোস্তাকিম হোসেন, উপজেলা প্রতিনিধি পাঁচবিবি- জয়পুরহাট
প্রকাশিত: শুক্রবার ৩০শে সেপ্টেম্বর ২০২২ ০৬:৩০ অপরাহ্ন
পাঁচবিবিতে ট্রেনের ধাক্কা ও ছাদ থেকে পড়ে ২ জনের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় মোসলেম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সাড়ে ১২ টায়  রেললাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসলেম উদ্দিন উপজেলার আটাপুর ইউনিয়নের গলাকাটা গ্রামের মৃত মাবুদ মন্ডলের ছেলে। 


প্রত্যক্ষদর্শীরা জানায়,দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকা অভিমূখী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্রসিংয়ের জন্য পাঁচবিবি রেল ষ্টেশনে দাঁড়িয়ে ছিল। 


এসময় মোসলেম উদ্দিন রেললাইন অতিক্রম করার সময় দ্রুত বেগে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সে ঘটনাস্থলে মারা যান।


 অপরদিকে  বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচবিবি রেল ষ্টেশনের ২শ গজ দক্ষিণে নীলফামারী অভিমুখী নীলসাগর এক্সপ্রেস নামক চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ১২ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। 


এই নিয়ে পাঁচবিবি রেল ষ্টেশন এলাকায় ১৮ ঘন্টায় ট্রেন দুর্ঘটনায় দুটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। 


পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব দুটি ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।