মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে অন্তত ছয় যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে পদ্মা সেতু উত্তর থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মাওয়াগামী ইলিশ পরিবহনের একটি বাস এক্সপ্রেসওয়ে থেকে ডান দিকে শিমুলিয়া ঘাটের দিকে মোড় নিচ্ছিল। এ সময় বরিশালগামী ঈগল পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঈগল পরিবহনের বাসের সামনের অংশ ও ইলিশ পরিবহনের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঈগল পরিবহনে থাকা অন্তত ছয় যাত্রী গুরুত্বর আহত হন। এ ছাড়া দুই বাসের আরও কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, রেকার দিয়ে ঈগল পরিবহনের বাসটি সরিয়ে নেয়ার পর যানচলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় দুটি বাসই আটক করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।