বরিশালে নানা আয়োজনে বঙ্গমাতার জন্মদিন উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: সোমবার ৮ই আগস্ট ২০২২ ০৫:০৬ অপরাহ্ন
বরিশালে নানা আয়োজনে বঙ্গমাতার জন্মদিন উদযাপিত

বরিশালে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০ টায় নগরীর সদর রোডস্থ সোহেল চত্বরের দলীয় কার্যালয় চত্ত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা লীগ নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 


এর আগে রবিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে দলীয় কার্যালয়ে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র এবং মহানগর আওয়ামী লীগ নেতারা।  


এদিকে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বরিশাল সার্কিট হাউজের সভা কক্ষে এক আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদান দেয়া হয়েছে।  


জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন-উল আহসান। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি এসএম আকতারুজ্জামান ও পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অসহায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং আর্থিক অনুদান বিতরণ করা হয়।